সীমা গিয়ে দাড়াতেই রবিশঙ্কর বলল, বসুন। আপনার হারমোনিয়ামের কি কোনো সমস্যা হয়েছে?
হারমোনিয়ামের সমস্যা?
গিয়ে দাঁড়াতে না দাড়াতেই রবিশঙ্করের এই জিজ্ঞাসায় সীমা যেন একটু অবাক হলো।হারমোনিয়াম নিয়েই তো এখন তার যত সমস্য। নিজেরই যখন কোথায় কোনো থাকবার জায়গা থাকছে না তখন সে হারমোনিয়াম নিয়ে কি করবে?
রবিশঙ্করের থেকে ছয়মাস আগে বাকিতে নেওয়া হারমোনিয়াম যদি এখন ফিরিয়ে দিতে পারলেই সে দেনার দায় থেকে মুক্তি পাবে। কুড়ি হাজার টাকা কম তো নয়। দিতেই তো চাইছিল না। অনেক বলে কয়ে ধরে পড়ে রাজি করাতে হয়েছে।
কিন্তু রবিদার আজ এ কি রকম ভদ্রতা। নিজের আপন পিসতুতো দিদির মাসতুতো দেওর হয়ে রবিদা আজ এরকম গুম মেরে আছে কেন। তবে কি সমরের কথা জেনে গেছে। সমরের সঙ্গে তার প্রেম ভালবাসার পর গভীরভাবে মেলামেশা। মেলে মেশার পর বিয়ের প্রতিশ্রুতি, সহবাসের পর ব্রেকআপ এ সব কিছুই কি জেনে গেছে রবিদা। তাহলে সেটা তো খুবই লজ্জার।
আগে এ রকম সন্ধের পর রাত্রির শুরুতে এলে রবিদা খুবই খুশি হতো।
চোখেমুখে শুধু নয় সমস্ত শরীরী ভাষায় যেন একটা না বলা সুমধুর তানপুরার সুর বেজে উঠতো। যা সীমার শরীর মন আর হৃদয় মঞ্জুরিত্ত হয়ে উঠতে চাইত।
সেই কারণে কি রবিদা আজ আর আগের মত আগ্রহ দেখাবে না। সে রকমটা হলে সে এখন যাবে কোথায়? ভর সন্ধের পর এখন এই অন্ধকার রাত্রির শুরুতে আকাশে গভীর নিকষ কালো মেঘ জমেছে। দুপুরের পর বিকেলের শুরুতে যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তো আকাশ পরিষ্কার ছিল। শেষ
বিকেলের আলোয় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে সীমা দেখতে দেখতে আসছিল শেষ বিকেলের প্রাক গোধূলির আবিরে রাঙানো আলোয় পাখিদের ঘরে ফেরার তাগাদা।
হারমোনিয়ামের সমস্যা?
গিয়ে দাঁড়াতে না দাড়াতেই রবিশঙ্করের এই জিজ্ঞাসায় সীমা যেন একটু অবাক হলো।হারমোনিয়াম নিয়েই তো এখন তার যত সমস্য। নিজেরই যখন কোথায় কোনো থাকবার জায়গা থাকছে না তখন সে হারমোনিয়াম নিয়ে কি করবে?
রবিশঙ্করের থেকে ছয়মাস আগে বাকিতে নেওয়া হারমোনিয়াম যদি এখন ফিরিয়ে দিতে পারলেই সে দেনার দায় থেকে মুক্তি পাবে। কুড়ি হাজার টাকা কম তো নয়। দিতেই তো চাইছিল না। অনেক বলে কয়ে ধরে পড়ে রাজি করাতে হয়েছে।
কিন্তু রবিদার আজ এ কি রকম ভদ্রতা। নিজের আপন পিসতুতো দিদির মাসতুতো দেওর হয়ে রবিদা আজ এরকম গুম মেরে আছে কেন। তবে কি সমরের কথা জেনে গেছে। সমরের সঙ্গে তার প্রেম ভালবাসার পর গভীরভাবে মেলামেশা। মেলে মেশার পর বিয়ের প্রতিশ্রুতি, সহবাসের পর ব্রেকআপ এ সব কিছুই কি জেনে গেছে রবিদা। তাহলে সেটা তো খুবই লজ্জার।
আগে এ রকম সন্ধের পর রাত্রির শুরুতে এলে রবিদা খুবই খুশি হতো।
চোখেমুখে শুধু নয় সমস্ত শরীরী ভাষায় যেন একটা না বলা সুমধুর তানপুরার সুর বেজে উঠতো। যা সীমার শরীর মন আর হৃদয় মঞ্জুরিত্ত হয়ে উঠতে চাইত।
সেই কারণে কি রবিদা আজ আর আগের মত আগ্রহ দেখাবে না। সে রকমটা হলে সে এখন যাবে কোথায়? ভর সন্ধের পর এখন এই অন্ধকার রাত্রির শুরুতে আকাশে গভীর নিকষ কালো মেঘ জমেছে। দুপুরের পর বিকেলের শুরুতে যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তো আকাশ পরিষ্কার ছিল। শেষ
বিকেলের আলোয় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে সীমা দেখতে দেখতে আসছিল শেষ বিকেলের প্রাক গোধূলির আবিরে রাঙানো আলোয় পাখিদের ঘরে ফেরার তাগাদা।
আর এখন সে কিনা। বাইরে তো এখন ঘনঘোর অন্ধকার। আকাশে দুর্যোগের ঘনঘোর ঝোড়ো মেঘ। এক বিপন্নতার মধ্যে সীমা রবিশঙ্করের সুর ঝঙ্কারে বেঞ্চে বসে ভাবে সে এখন যাবে কোথায়?
শেষে কি ভাই বাবলুর কথাটাই সত্যি হয়ে যাবে। আজ সকালে মোটর মেকানিক ভাই গ্যারেজের মালিক হবু শশুর সুধীরের সঙ্গে এক উঠতি প্রোমোটার ও তার অনুগত ছেলেদের নিয়ে এসে এই বাড়ি ছেড়ে দিতে হুমকি দিয়ে গেছে । এই বসতবাড়ি নাকি বাবা ভাই বাবলুর নামে লিখে দিয়ে গেছে।
নিজের আপন ভাই বাবলু তাকে পরে বাইকে এসে বলে গেছে । বাঁচলে যে যার ভাগ্য নিয়ে বাঁচবে। না হলে ঘরে কিলিং ফ্যান আছে, রেল লাইন আছে, নদী আছে, ঘরে কেরোসিনের জার ভর্তি আছে। আর না হয় সব থেকে জঘন্য কুৎসিত ইঙ্গিত করতেও বাঁধেনি হবু শশুর সুধীরের।
এখন সব দোষ যেন তারই। ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবাই এখন তাকেই দুষছে। কেন সে সমরের বিরুদ্ধে লোকাল থানায় এফ আর আই করেনি প্রেম ভালবাসার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর অন্য মেয়েকে , যে কিনা তার থেকে সুন্দরী ফর্সা, স্বাস্থ্যবতী, পয়সাওয়ালা পরিবারের মেয়েকে নিয়ে
সত্যি কি সে সমর কে ভালবেসেছিল? সত্যি কি? আর সেই কারনে সে তাকে টেনে নিচে নামাতে পারেনি থানায় গিয়ে। সমর যদি তার থেকে সাত বছরের ছোট পিসতুতো বোন বিউটিকে বিয়ে করে সুখে থাকতে চায় থাকুক না।
এখন সব দোষ যেন তারই। ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবাই এখন তাকেই দুষছে। কেন সে সমরের বিরুদ্ধে লোকাল থানায় এফ আর আই করেনি প্রেম ভালবাসার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর অন্য মেয়েকে , যে কিনা তার থেকে সুন্দরী ফর্সা, স্বাস্থ্যবতী, পয়সাওয়ালা পরিবারের মেয়েকে নিয়ে
সত্যি কি সে সমর কে ভালবেসেছিল? সত্যি কি? আর সেই কারনে সে তাকে টেনে নিচে নামাতে পারেনি থানায় গিয়ে। সমর যদি তার থেকে সাত বছরের ছোট পিসতুতো বোন বিউটিকে বিয়ে করে সুখে থাকতে চায় থাকুক না।
এমনটাই তো হবার কথা ছিল।
সত্যি কি ছিল?
সীমা নিজের ভাবনায় নিজেই তার পায়ের তলায় শক্ত মাটি খুঁজে পেতে চেষ্টা করে।
সত্যি কি ছিল?
সীমা নিজের ভাবনায় নিজেই তার পায়ের তলায় শক্ত মাটি খুঁজে পেতে চেষ্টা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন