অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কয়েকটি কবিতায় সুদীপ পাঠক


# ১
==========
খবরে প্রকাশ
==========


ষোলো হাজার কৃষক আত্মহত্যা করেছে গত চার বছরে । ও কিছু না ; শনিপুজোর খিচুড়ি খেয়ে বিষক্রিয়া হয়েছিল তাই । ওসব হলো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকার কুফল । মাগো মা বলো কি ! সত্যি ? তুমি কিন্তু খুব সাবধানে কাঁটা বেছে মাছভাত খেও কেমন ?




#২
============
আধুনিক প্রহসন
============


বেগুনি আলুর চপ আর এক ঠোঙ্গা মুড়ির বিনিময়ে নিজের অধিকারের বকলমা দিয়ে , পরম শান্তিতে গাছ তলায় বসেছে এই হেঁপো বুড়োটা । রমা কৈবর্ত্য আর রবি ঠাকুর দুজনেরই একটা করে ভোট । ধন্যি বটে গণতন্ত্র ! গরু ঘাস খায় , খুঁটির দড়ি যত দূর যায় ।



# ৩
============
বিশ্বাসের শিকড়
============


ওখানেই জন্মেছিলেন সেই যুগন্দ্ধর পুরুষ ।

উচ্চন্যায়ালয় একশো শতাংশ নিশ্চিৎ ।

কতদিন আগের যেনো তিনি ? দুই আড়াই কি তিন হাজার বছর হবে । সে সব কি আর লেখাজোকা আছে রে বাপু ! আচ্ছা করা ঐ প্রেতের দল ! কাগজ খুঁজছে চিতায় কবরে ?




#৪
===========
জমিন আশমান
===========


ওদের মৃত্যুদণ্ড ধর্ষণ প্রতিরোধে একমাত্র উপায় ! তুমি নিশ্চিৎ ? আর কোনো ধর্ষিতাকে কেউ কোনো দিন ' কলগার্ল ' বানিয়ে দেবে না তো ? তোমার জুতোয় হীরের ফুল বসানো ! তুমি

অযোধ্যা পাহাড়ের কাঠকুড়ানি ঐ

ফুলমনির একদিনের আয় কত জানো কি ?




#৫
==============
ভার্চুয়াল রিয়ালিটি
==============


তিনি নাকি সেলিব্রিটি ! সত্যি ?

অথচ দৈবাৎ নজর এড়িয়ে গেলে তাঁর পোষ্ট ,

করে ওঠেন ফোঁস ! কেনো পড়েছে এতো কম লাইক ? কমেন্টস শেয়ার নাম মাত্র ! মেনে নেওয়া যায় ? অসহ্য । শুনছি এবার উত্তম কুমার অভিনয় করছেন মেরিলিন মনরোর বিপরীতে ।



#৬
===========
বানাও বৃদ্ধাশ্রম
===========



সভ্যতার অলিন্দ নির্বাসন দেয়

সেই শ্রেষ্ঠতম জঠরকে ,

যেখানে অন্ধকারে তিলে তিলে

অঙ্কুরিত হয় প্রাণ !

বিতাড়িত হয় সেই ঔরস ,

যার স্বেদ মিশ্রিত জীবনরস ; আয়ুধ !

অন্তিম লগ্নের নিরাপত্তা নিশ্চিত করতে

চাই প্রভূত সঞ্চয় ,

না হলে ভবিষ্যৎ সঁপে দাও

সন্তান নামক নিয়তির হাতে !

সে তোমার জন্য প্রস্তুত রাখছে

অত্যাধুনিক খাঁচা অথবা বধ্যভূমি ।

এ হলো নর্মাল ডিনিওটেনশন ক্যাম্প ,

পরিভাষায় বৃদ্ধাশ্রম ।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন