অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় লিপি সেনগুপ্ত 

 



================
জেগে উঠবে বলে
================



জাহাজের ভোঁ শুনলেই

জল সরে যায়

পাটাতন গা আলগা করে

বয়ে যাচ্ছে, গভীর....



মাঝে মাঝে উত্তাল গহ্বর

হাতছানি বারোমাস

তবু কিনারায় চিবুক ছুঁয়ে

বসে আছে সে



কোন এক দূরাগত ধ্বনির কাঁপনে

জেগে উঠবে বলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন