অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় পাভেল আমান

 


==========
আমার মত
==========


আমাকে থাকতে দাও

আমার মত

নিজস্ব ভাবনা চিন্তার পরিমণ্ডলে

মুক্ত আকাশের সামিয়ানায়

একটু বেড়ে উঠতে দাও।


আমাকে চলতে দাও

আমার মত

সহজাত চেতনার বুদ্ধিতে জারিত হয়ে

স্বকীয় মনোবলের সাহসী অবলম্বনে

একটু সম্মুখে হাঁটতে দাও।


আমাকে একটু মিশতে দাও

আমার মত

দৃঢ়তা মনে পরখ করতে করতে

চলিষ্ণু সমাজব্যবস্থার বাস্তবিক গতিধারায়

একটু অভিযোজিত হতে দাও।


আমাকে বাঁচতে দাও

আমার নিজের মত

অনুভূতির ডালপালার প্রসারণে

মেলেছি সৃজনের বহুমাত্রিকতা

আত্ম উন্মোচনের কাঙ্খিত বাসনায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন