অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

সুকান্ত মজুমদার


==============
লালিত অবসাদ
==============


গন্ডি পেরিয়ে ভালোবাসা নিষেধ

সেই আদিম রক্তচক্ষুর শাষণ

কাছে পেয়ে ছুঁইয়ে দেখাও বারণ

তোমার মাটি মনে প্রদাহ -

বাঁধের ওপর অপেক্ষমান পরিচয়ে

বিন্দুতে বিন্দুতে পালিত সংযম

অনেক বন্যার লালিত অবসাদ হয়ে।

#

তোমার অভীষ্ট সংযমের

কোমল মাটিতে ফিরে আসার পদচিহ্ন

সমীহের আস্তরণে ডুবেরয়

অনুরাগের সবজে ঘাস সব চেয়েরয়

অর্জিত স্পর্ধা নিবেদিত ফড়িং হয়ে

নিকট দূরে উড়ে যায়, ফিরেও আসে।

#

যে কোন রাতের আদুরে আকাশ দেহে

উৎসাহী দৃষ্টি তোমায় তারায় খোজে

চিনে নিতে চায় নিজের মতন করে,

কখোন যেন স্মরণের স্পর্শধ্বনিরা

ঝিঁঝিঁর সাথে সহমর্মী হয়ে ওঠে তারস্বরে,

যে মন এ মনে হারিয়ে যাবার

মিছে সংকল্পে নিশাচর হয়ে উধাও হয়

সেই তোমার অতিব প্রকট অস্তিত্বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন