অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় গীতাঞ্জলী রায়

 

================
ভেজা মনের শব্দেরা
================

আকাশের থেকে অনেক চেনা চেনা জলের ফোঁটা ঝড়ছে,,

এই ভেজা মরশুমে।

ঘরের দেয়ালে ঘেঁষে থাকা চিলতে আশা গুলো ভিজতে চায়।

চুপ করে আড়াল থেকে জলের শব্দ

গুনতে গুনতে অনেক দুরে মনের তরীটা চলে যাচ্ছে,,

কোনো অভিযোগী সময়ের হাত ধরে অনেক দুরে।

সেই মনেরা ভাবে,

এভাবেও তো ভেজা যায় শ্রাবণের প্রাণ ভাসা ঝুপঝুপে!

চোখের কোণেই নাচতে থাকা ময়ূরের মতো,

বুকের ভাঁজে বারবার বিস্ফোরণ হয় গল্প,

কতগুলো বেহাল হয়ে পড়ে থাকা আগ্নেয়গিরির মতো।

গলে পড়তে পড়তে কখনও কবিতায় বিগলিত হয় বৃষ্টির মতো,

বুঝতে পারি,,

সেই ছোট্ট পাতায় টুপটুপ করে শব্দ হচ্ছে জানালার ওপারেও,

এই চোখের সাধের সাথে।

এক ছাতায় দুই জোড়া চোখ, কান, হাতগুলো!!

স্তব্ধ হয়ে যাওয়া সময়টার বারবার শ্রাবণ খুঁজতে চাওয়াটা খুব স্বাভাবিক।

মনবাগানে এই মন স্নাত তবুও রাখে কারো ঠোঁটের ছোঁয়া মেখে,

কিন্তু অনুভবেরা মুছে যাওয়াটাই খুব স্বাভাবিক।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন