অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কয়েকটি কবিতায় শ্রাবণী সিংহ

 

===================
বাঁশবন ও লুপ্তকথারা
===================

 

সব লেখাই লুপ্ত হয় বারংবার লিখিবার তরে''-

লুপ্ত হয় সব লেখাই
বারংবার লেখা হয় তবু
সব লেখাই .......
লুপ্ত বাঁশবন নিজেই করে নিজের রোপন
প্রবৃত্তির ব'দ্বীপে।
একদা লুপ্ত ভালোবাসার ভুল আঁচড়ে
নৈঃশব্দ্যের আইডোগ্রাফ
যার ভেতর বাইরে বৃষ্টি হয় রোজ ...
আজও এবং অজ্ঞাতসারে।
লুপ্ত প্রেমের খোঁজে ফিনিক্স হয়েছি
এসো দেখো
মরে পড়ে আছি ঘাসে।



=================
কাজল ও রেখায়
=================

চোখ ও যন্ত্রনার মাঝ ছুঁয়ে আছে
নাতিশীতোষ্ণ জল

ব্লেডের ধার ছুঁয়ে থাকে
প্রাচীন রক্তের ধারা... এভাবেই

শুয়ে আছে,ছুঁয়ে দেখছে মাটি সরস আছে তো?-
পাড় ভাঙ্গার আগে নদীর কৌশল

একটু শ্বাশ্বত ছোঁয়া..
নীরবতায়
কাজল ও রেখায় দেয়ালা সারে
খেয়ালী মন


=================
সফরনামা
=================



ক্ষণিক অজ্ঞানতা চোখে নেমে এলে দেখি সর্ষেফুল
দিগন্তব্যাপী যাকে দেখি,তারও কি সবটাই ছাপা ফর্মার ভুল?

সাদা দেওয়াল ভরে যাচ্ছে শ্যাডো প্লে'র কংকালে

দীর্ঘশ্বাস হয়ে যায় বারংবার শ্বাসের ভুলে

না-কথা লিখে ফেললেই জিয়নকাঠি'র ভেলকিতে হয়ে আশ্চর্য ভরপুর

আক্ষেপ নয় আর,
স্তোববাক্যে মিথ্যে মেশাও বরং
যতদূর ভিজে গল্পগাছায় সফরনামা কেটে যায়
একঘর সম্মতি আছে ততদূর




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন