==============
খোলা মনের কথা
==============
সেদিন আমি মনকে ছুটি দিলাম
আর কোন কথা নয়, যা খুশি তাই করুক
আমিও তখন সাধারণ এক প্রাণী
মনের গতি আর জানতে চাওয়া নয়
তবুও মন বলল ধীরে, ক্যামেরায় রাখতে চোখ,
মন গিয়েছিল ছোটো মেয়েটির কাছে
শ্লীল অশ্লীলের অন্ধকারে, সে খোঁজে সভ্যতার একটু আলো
খুঁজে পায় না ঘর, যেখানে থাকবে বসে একা!
উত্তর চেয়েছিল বারেবারে, সমাজের কাছে কয়েক লক্ষ চোখ অনেক আশায় চেয়েছিল, গবাক্ষ হতে!
ছোটদের নাকি বড়রা যা খুশি করতে পারে!
বড়দের সামনে ছোটরাও যা খুশি পারে, তাই না
যা খুশি করাটা এত ছেলেখেলা, মন আগে জানে নি!
মন গিয়েছিল, যারা অপরাধী কারও কোনও চোখে
দেখেছিল কি মানবিক! অচল মানুষের লাঠিও কেড়ে নেয়!
বড় হয়ে গিয়ে মানুষ বুঝি, মানুষ কে ভুলে যায়?
স্তম্ভিত মন, বড় বেসামাল, দেখে আসামীর মাপকাঠি!
কোন অভিশাপ এঁকে দিতে পারে, মত প্রকাশের গন্ডি!
বড়দের নিয়ে বড়রা করবে না আলোচনা ,
কথাও বলবে মেপেজুকে নয়তো সাজা লেখা
হাসতে গিয়ে আছাড় খেলেও আসবে না কেউ ধরতে
যদিবা আসে, তাদের কথা চাইবে তুমি ভুলতে!
কেউ বড়রা কেন ব-ড়ড হয়ে গিয়ে, হারায় ভারসাম্য
এই কথাটাই ভেবে ভেবে শেষে, মন আজ অবসন্ন।
খোলা মনের কথা
==============
সেদিন আমি মনকে ছুটি দিলাম
আর কোন কথা নয়, যা খুশি তাই করুক
আমিও তখন সাধারণ এক প্রাণী
মনের গতি আর জানতে চাওয়া নয়
তবুও মন বলল ধীরে, ক্যামেরায় রাখতে চোখ,
মন গিয়েছিল ছোটো মেয়েটির কাছে
শ্লীল অশ্লীলের অন্ধকারে, সে খোঁজে সভ্যতার একটু আলো
খুঁজে পায় না ঘর, যেখানে থাকবে বসে একা!
উত্তর চেয়েছিল বারেবারে, সমাজের কাছে কয়েক লক্ষ চোখ অনেক আশায় চেয়েছিল, গবাক্ষ হতে!
ছোটদের নাকি বড়রা যা খুশি করতে পারে!
বড়দের সামনে ছোটরাও যা খুশি পারে, তাই না
যা খুশি করাটা এত ছেলেখেলা, মন আগে জানে নি!
মন গিয়েছিল, যারা অপরাধী কারও কোনও চোখে
দেখেছিল কি মানবিক! অচল মানুষের লাঠিও কেড়ে নেয়!
বড় হয়ে গিয়ে মানুষ বুঝি, মানুষ কে ভুলে যায়?
স্তম্ভিত মন, বড় বেসামাল, দেখে আসামীর মাপকাঠি!
কোন অভিশাপ এঁকে দিতে পারে, মত প্রকাশের গন্ডি!
বড়দের নিয়ে বড়রা করবে না আলোচনা ,
কথাও বলবে মেপেজুকে নয়তো সাজা লেখা
হাসতে গিয়ে আছাড় খেলেও আসবে না কেউ ধরতে
যদিবা আসে, তাদের কথা চাইবে তুমি ভুলতে!
কেউ বড়রা কেন ব-ড়ড হয়ে গিয়ে, হারায় ভারসাম্য
এই কথাটাই ভেবে ভেবে শেষে, মন আজ অবসন্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন