=========
অঙ্কুরেই ...
=========
কিছু কিছু হাসি দেখে বোঝা মুশকিল ,
কতখানি মনখারাপের বিকেল লুকিয়ে পিছনে ।
কিছু কিছু মুহূর্ত এতই দুঃসহ ,
মানুষ হাত ছেড়ে দেয় প্রিয়জনের ।
কিছু কিছু চলে যাওয়া এতই সহজ ,
মনে হয় মৃত্যু এ জীবনে জলভাত ।
আসলে হতাশা নাড়িয়ে দিচ্ছে মূল্যবোধ ,
ঘুম বিপন্ন , স্বপ্ন মৃত , সুখশান্তি দূরের কোনও গ্রহ ।
পিঠে হাত রাখার কেউ নেই ।
সংসারসীমান্তে এখন আলো নয় , শুধু ছায়াটুকু দোলে ।
অসুখ ঠেকেই যায় । মানুষ খোঁজে ভালোবাসা ।
না পেলেই ...।
অঙ্কুরেই ...
=========
কিছু কিছু হাসি দেখে বোঝা মুশকিল ,
কতখানি মনখারাপের বিকেল লুকিয়ে পিছনে ।
কিছু কিছু মুহূর্ত এতই দুঃসহ ,
মানুষ হাত ছেড়ে দেয় প্রিয়জনের ।
কিছু কিছু চলে যাওয়া এতই সহজ ,
মনে হয় মৃত্যু এ জীবনে জলভাত ।
আসলে হতাশা নাড়িয়ে দিচ্ছে মূল্যবোধ ,
ঘুম বিপন্ন , স্বপ্ন মৃত , সুখশান্তি দূরের কোনও গ্রহ ।
পিঠে হাত রাখার কেউ নেই ।
সংসারসীমান্তে এখন আলো নয় , শুধু ছায়াটুকু দোলে ।
অসুখ ঠেকেই যায় । মানুষ খোঁজে ভালোবাসা ।
না পেলেই ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন