ফেব্রুয়ারি এসে গেলেই আমাদের শিরায় শিরায় উষ্মতার পারদ বাড়তে থাকে।ভালোবাসার এক এক দিন পার করে আমরা মেতে উঠি আমাদের আবেগ আমাদের অহংকারের ভাষা আমাদের মাতৃভাষা নিয়ে।ভাষা দিবসের আবেগের জোয়ারে ভেসে নিও নর্ম্যাল হাতছানিতে মেতে আমরা ভুলে যাই ভাষা আন্দোলনের কথা। এক আন্দোলনের জঠরের রক্তপাতের কথা। ভাষা শহীদদের কথা।
যেমন আমরা ভুলে গেছি আমাদের অতীত ইতিহাস। প্রস্তর যুগ থেকে কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার উপর ভিত্তি স্থাপন করে উন্নততর সমাজ গড়ার লক্ষ্যে শিল্পের আহ্বান।
ভাষার আবেগ স্তিমিত হয়ে আসলে এক ভাষা এক প্রাণ হয়েও আমরা ভেঙে যাই বহুতে। আসলে এই বহুত্বেই মিশে আছে আমাদের অতীত।
আসলে আমরা এখনো মনে প্রানে এক হতে পারিনি। আমরা মনে প্রানে বাঙালি হতে পারি নি।আমরা এখনো মানুষ হয়ে উঠতে পারিনি তাই এখনো গির্জার ঘন্টার শব্দে, মসজিদের আজানের ডাকে কিংবা মন্দিরের শঙ্খের শব্দ আমাদের একতাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলেছে।
এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন মনের উত্তরণ। আমাদের প্রয়োজন নিজের আত্ম অন্বেষনের। ভাঙনকালের এই তীব্র প্রবাহে অভিজ্ঞতাই একমাত্র উত্তর দায়িত্ব পালন করতে পারে। আসলে অভিজ্ঞতা তো ছেড়ে আসা ইতিহাসের নির্যাস। তাঁরই সিঞ্চনে আমরা পেতে পারি আগামীর উন্নততর সমাজ যেখানে থাকবেনা সীমানার ব্যবধান। মনের মতন ভাষা হবে উন্মুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন