অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

অসন্তোষ

 


কবিতায় অঙ্কন গুচ্ছাইত
==================



পড়শী দেশ-এ ওদের গাম্ভীর্য অত্যন্ত আছে,

নিউক্লিয়ার বোম্- নিত্য নতুন টেকনোলজি মজুত রেখেছে ।

জৈবিক্ হাতিয়ায় তৈরি করে দুনিয়া’কে ভয় দেখায়,

দেশের খবর জানতে খুপিয়া জাসুষ পাঠায় ।

এতই পায় ভয় মহান ভারতবর্ষ’কে

এখানে আছেন ভরা - বিদ্-কূটনৈতীকে !

আছে বিজ্ঞ সাইনটিস্ট্, মেডিসিন্- আয়ুর্বেদিক্,

তাই, দুনিয়ার সকল দেশ মিত্রতার হাত বাড়ায় আমাদের নজদিক্ ।

ধমকী দিতে- অনেক আতঙ্কবাদ্ লুকিয়ে এসে জান্ গাবায়,

দেশবাসীকে বাঁচাতে- সৈন্য গুলি খেয়ে আপদ্ থামায় ।

সহীদ হয়ে- সহীদের সম্মান পায়না !

গোঁয়ার রাজনৈতিক ঠেকেদার- লিখে ফেলেন লজিক্ অনেক পান্না ।

এই সবের খোঁজ রাখেন- বিদেশী রাজনৈতিক উপদেষ্টা,

আতঙ্কবাদ্ - আমাদের ধামে লুকিয়ে পাঠানোর করে চেষ্টা ।

সিরিয়াল ব্লাস্ট হতো না, যদি- সাজতো না কেউ ঘরের শত্রু বিভীষণ,

বিদেশী ফান্ড্ থেকে পয়সা নিয়ে দাঙ্গা ঘটাতে এদের হয় না কোনও শরম ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন