অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

এই অশৌচ এই কবর

 

 

একটি কবিতায় মানস চক্রবর্ত্তী
======================



এই অশৌচ

কি করে যাবো অগ্নি ছুঁয়ে ছুঁয়ে

এই কবর

এই চাপা চাপি গোপন যত

কি করে হাততালি দেব

কি করে বলো


আমাদের সন্তানের মৃতদেহ এত ভারী

রাষ্ট্র অব্দি বইতে অপারগ

আমাদের দেশ থেকে দুচারটে পাখি

উড়ে যায়

দু চারটে নির্বোধের কথার হিংসায়

এ সব নরমের কি করে কবর হয়

কি করে পোড়ায়


আমি অস্থির

পথ অস্থির

জীবন অস্থির


রাষ্ট্র স্থির শুধু

রাষ্ট্রের শোক নেই

ক্ষমতার শুধু দম্ভ থাকে

হাত মুছে ফেলার জন্যে নরম কাপড় থাকে


কাপড় দিয়েই যে পতাকা জন্ম

তার খবর রাষ্ট্র ভুলে যায়












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন