অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

কথার জাল

 


কবিতায় পাভেল আমান
=================


মুখেই বলো বড় কথা

কাজে করছো অন্য যথা।

সব কথাই কারসাজি

হয়েছে যেন ভোজবাজি।


পাল্টি খেয়ে পথ হারিয়ে

যাচ্ছো চলে সীমা পেরিয়ে।

সব কিছুই হিসেবে বাঁধা

জুড়ে গেছে বিবিধ ধাঁধা।


অলীক স্বপ্নে মন ভাসে

বিপদে নেই কেউ পাশে

চারিদিকে শুধুই ভাষণ

বাড়তে আছে নিত্য শাসন।


প্রতিশ্রুতির ফাঁকা বুলি

গাত্র দাহেই সদা ভুলি।

মুখোশ ছেয়ে মুখের মাঝে

ভোল বদল সকাল সাঁঝে।


কথায় কাজে ফারাক নানা

চোখ থাকতে সবাই কানা।

অশনি ঝড় আসছে ধেয়ে

কথার জালে সমাজ ছেয়ে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন