অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

লড়াই চলছে

 
কবিতায় শম্পা দত্ত গুপ্ত
================



লড়াই ছিল আদিম যুগে

লড়াই আছে এখনও।

লড়াই হতো মানুষে-পশুতে

লড়াই থামেনি কখনও।



ইতিহাসে আছে লড়াইয়ের কথা

বিখ্যাত ভুরি ভুরি।

লড়াইয়ের ভয়ে পালিয়েছে রাজা

রাজত্ব গেছে চুরি।



এখনও অনেক অসম লড়াই

চলছে ঘরে ও বাইরে।

অশিক্ষা আর অন্ধকারের বাধা

আলো কোথায় পাইরে?



বদলেছে যুগ, বদলেছে কাল

মনের বদল হলো কই?

লিঙ্গ বৈষম্য ঘোচানোর জন্য

লড়াই চলছে আজও সেই।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন