কবিতায় জয়তী
===========
বহুদূরের কালো কুয়াশা ছড়িয়েছে মায়াময় এই তল্লাট
জুম করে দেখছি কাচের দেওয়াল –
জলরঙ গড়িয়ে পড়ছে ক্লান্ত যোদ্ধার কাঁধ বেয়ে –
দহনই মানুষের যন্ত্রণা ছড়িয়েছে কানায় কানায় –
সমর্পণ কখনও অসুখের লেপন মাটি হতে পারেনা গর্ভযন্ত্রণা কেবলমাত্র সুখের পরিচায়ক না –
চারকোণা দেওয়ালে ভেঙে আছে বাস্তুহারা কান্না –
বহুদূরে পড়ে আছি যেন...
ঘড়ির ফিতেয় সর্পিল হিস হিস – জাহাজের দুলুনি
লক্ষ মায়ের কান্নার ধ্বনি- করুণ শঙ্খ বেজে ওঠে ;
কতবার দুপক্ষের চুক্তি ভেঙেছে,
হাজার মাইল চড়াই ভেঙে নেমে এসেছে আততায়ী ভোর –
আতুরের পেটে আলোর আস্তাকুঁড় –
প্রতিমুহূর্ত চিতার ক্যাকোফনি
হরিশের ঘাটে কাশীর কমলা লাভা,
গঙ্গায় জমেছে ভীষ্মের ঘুম, -
লেখা হয়েছে বেদুইন চিত্রনাট্য –
যাযাবরী পৃষ্ঠায় ছাপানো বিচ্ছেদের যন্ত্রণা –
রাত বাড়লে আগুনের ঘরে খিল আঁটি –
পঙ্গপালের সহস্র হাত টেনে নিয়ে যায় পরাজিত লাশ –
সভ্যতা বড়ো যান্ত্রিক –
মুছে নেয় গড়ানো ঠোঁটের স্নেহ –
রুমাল দিয়ে মুখ মুছে নিলাম –
বাইরে গন্ধকের ছোঁয়া পিপারমিন্ট জড়িয়েছে ঠোঁট –
বাইরে গলে পড়ছে তাৎক্ষণিক সৌন্দর্য চোরা ঢেঁকুর জ্বালিয়ে খাচ্ছে মধ্যস্থ সারাবেলা –
বিভ্রান্তি আমাকে স্বপ্নের পাগলামি শেখায়-
কানেকানে এসে বলে –
ম্যাজিশিয়ানের কায়দায় মুখ দিয়ে দাউদাউ হলকা ছড়িয়ে বুকের ওপরে লুফে নেবো তোমাকে –
তুমি একটুও পুড়বে না...
বহুদূরের কালো কুয়াশা ছড়িয়েছে মায়াময় এই তল্লাট
জুম করে দেখছি কাচের দেওয়াল –
জলরঙ গড়িয়ে পড়ছে ক্লান্ত যোদ্ধার কাঁধ বেয়ে –
দহনই মানুষের যন্ত্রণা ছড়িয়েছে কানায় কানায় –
সমর্পণ কখনও অসুখের লেপন মাটি হতে পারেনা গর্ভযন্ত্রণা কেবলমাত্র সুখের পরিচায়ক না –
চারকোণা দেওয়ালে ভেঙে আছে বাস্তুহারা কান্না –
বহুদূরে পড়ে আছি যেন...
ঘড়ির ফিতেয় সর্পিল হিস হিস – জাহাজের দুলুনি
লক্ষ মায়ের কান্নার ধ্বনি- করুণ শঙ্খ বেজে ওঠে ;
কতবার দুপক্ষের চুক্তি ভেঙেছে,
হাজার মাইল চড়াই ভেঙে নেমে এসেছে আততায়ী ভোর –
আতুরের পেটে আলোর আস্তাকুঁড় –
প্রতিমুহূর্ত চিতার ক্যাকোফনি
হরিশের ঘাটে কাশীর কমলা লাভা,
গঙ্গায় জমেছে ভীষ্মের ঘুম, -
লেখা হয়েছে বেদুইন চিত্রনাট্য –
যাযাবরী পৃষ্ঠায় ছাপানো বিচ্ছেদের যন্ত্রণা –
রাত বাড়লে আগুনের ঘরে খিল আঁটি –
পঙ্গপালের সহস্র হাত টেনে নিয়ে যায় পরাজিত লাশ –
সভ্যতা বড়ো যান্ত্রিক –
মুছে নেয় গড়ানো ঠোঁটের স্নেহ –
রুমাল দিয়ে মুখ মুছে নিলাম –
বাইরে গন্ধকের ছোঁয়া পিপারমিন্ট জড়িয়েছে ঠোঁট –
বাইরে গলে পড়ছে তাৎক্ষণিক সৌন্দর্য চোরা ঢেঁকুর জ্বালিয়ে খাচ্ছে মধ্যস্থ সারাবেলা –
বিভ্রান্তি আমাকে স্বপ্নের পাগলামি শেখায়-
কানেকানে এসে বলে –
ম্যাজিশিয়ানের কায়দায় মুখ দিয়ে দাউদাউ হলকা ছড়িয়ে বুকের ওপরে লুফে নেবো তোমাকে –
তুমি একটুও পুড়বে না...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন