অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

মালালা আর একলা নয়


কবিতায় পরাগ ভট্টাচার্য্য
=================



মালালা যেদিন আক্রান্ত হল

তালিবানেরা আঘাত হেনেছিল তরুণ হৃদয়ে

প্রতিবাদে সোচ্চার হয়েছিল তারা

একটা কালো ছাপ পরেছিল মনে,

মনে হয়েছিল আর একটা লড়াইয়ের শুরু!

মালালারা আজ দেশে বিদেশে,

যুক্তির প্রখরতায় স্তব্ধ করছে তালিবানি চিন্তা

অনেকে শিকারও হচ্ছে সেই অশিক্ষিত চেতনার

বন্দুকের সাথে, প্রশ্রয় পেয়েছে অসহিষ্ণু মন

জলাঞ্জলি দিয়ে নিজের সংস্কৃতি

পঙ্গপালের মতো উড়ছে চারিদিকে

ওদের রক্তচোখ শাসাচ্ছে উদার মনের বিস্তৃতি!

আজও ধ্বংসাত্মক মন কিভাবে আকৃষ্ট করে!

এই সত্যি কথাটা এখনও মানতে চায় না,

যদিও মালালারা কোনও সাহায্য প্রত্যাশা করে না

তারা তোমাদের অপেক্ষাতেও নেই

ওদের পথের কাঁটা হয়ে দাঁড়ালেও

সেই বাধাকে টপকে যাবার ক্ষমতা ওদের আছে,

তোমরা কি করবে, ভেবে দেখো

তোমার ঘরেও মালালা থাকতে পারে

আজ হয়তো নেই কাল জেগে উঠতে পারে

লড়াইয়ে নামতে হলে, আওয়াজ তোলো

উদারতা দূর্বলতা নয়, অগ্নুৎপাত

নৈতিকতা দূর্বলতা নয়, মনুষ্যত্ব

আর কোনো তালিবান নয়, নয় তাদের চিন্তাধারা

মালালাদের পদধ্বনি যেন দেশে দেশে শুনতে পাই।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন