কবিতায় শকুন্তলা সান্যাল
==================
কথাটা বলব বলব করেও থেমে থাকি,
উচ্চারণ করতে বসেও ঢোঁক গিলে নি,
যদি তার ব্যথা লাগে, যদি সে দিনের ছন্দ হারায়,
যদি সিগন্যাল টপকে যায় তার চাকা,
যদি আবোল তাবোল রাগ উপুর হয়
কোনো নিরীহের ঘাড়ে!
হাজার সত্য মনে হলেও বলিনা।
অথচ দেখ,কথায় কথায় বেকারণ অপমান
সহ্য করছি রোজ ।
কথাটা বলতেই পারি ,বলতেই পারি জোর দিয়ে
হাটে বাজারে হোয়াটস্ আপ এ বা চেঁচিয়ে চেঁচিয়ে,
কায়দা কাননে ফাঁদে টাঁধে ফেলে টেলে
বেশ গুছিয়ে গুছিয়ে বলতেই পারি,তবু বলিনা।
বলিনা ,বললে যদি আমাদের অভ্যাস ঘেঁটে যায় !
যদি বারান্দাই হারিয়ে যায় সময়ের ঝোঁকে !
যদি জীবনের বসন্ত ফিরে যায় বন্ধ দরজা দেখে?
ঢোঁক গিলেনি বারবার, কথাটা বলিনা।
যখন বসন্ত আসছে ,
সে যেদিক থেকেই আসুক না কেনো,
তাকে আসতেই দিতে হয়।
==================
কথাটা বলব বলব করেও থেমে থাকি,
উচ্চারণ করতে বসেও ঢোঁক গিলে নি,
যদি তার ব্যথা লাগে, যদি সে দিনের ছন্দ হারায়,
যদি সিগন্যাল টপকে যায় তার চাকা,
যদি আবোল তাবোল রাগ উপুর হয়
কোনো নিরীহের ঘাড়ে!
হাজার সত্য মনে হলেও বলিনা।
অথচ দেখ,কথায় কথায় বেকারণ অপমান
সহ্য করছি রোজ ।
কথাটা বলতেই পারি ,বলতেই পারি জোর দিয়ে
হাটে বাজারে হোয়াটস্ আপ এ বা চেঁচিয়ে চেঁচিয়ে,
কায়দা কাননে ফাঁদে টাঁধে ফেলে টেলে
বেশ গুছিয়ে গুছিয়ে বলতেই পারি,তবু বলিনা।
বলিনা ,বললে যদি আমাদের অভ্যাস ঘেঁটে যায় !
যদি বারান্দাই হারিয়ে যায় সময়ের ঝোঁকে !
যদি জীবনের বসন্ত ফিরে যায় বন্ধ দরজা দেখে?
ঢোঁক গিলেনি বারবার, কথাটা বলিনা।
যখন বসন্ত আসছে ,
সে যেদিক থেকেই আসুক না কেনো,
তাকে আসতেই দিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন