অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

কুঁড়ি ফুলে শব্দে অক্ষরে


 

 

কবিতায় বিকাশ চন্দ
===============

সদ্যোজাত প্রতিধ্বনি জানে রাজপথে রক্তস্নাত গান---

হৃদয় বোঝেনি তেমন বীভৎসতা স্বপ্নে শবে দেহে,

নিরুদ্দিষ্ট সময় জানে কতটা মূল্যহীন শিক্ষা সংযম।

শীর্ণ সোঁতায় সবিনয় আলো মাগে জীবনের ভিক্ষা

শরীরের শিরা স্নায়ু ভিজে গেছে সকল অক্ষর প্রতিমা,

লজ্জাহীন হৃদয়ে যজ্ঞ আহুতি জানে নিছক প্রচার মহিমা।

#

জলরঙা খেলা শুরু কে কাকে বাঁচায়---

আত্মপরিচয় খুঁজতে প্রতি প্রিয়জন ভাঙে বুকের বাঁধন,

পরিচয় হীন সেই সব গাছেদের শেকড় বাকড় চেনে---

অহংকারী পাথরের উন্মাদ পূজার বিলাস।

##

বর্ণচোরা কিছু মানুষ জানে কিভাবে হাঁটে তান্ত্রিক বশ্যতা ---

কে বোঝায় কাকে কুশলি বাঘ ও জানে জননী স্তনের অসুখ,

ভিক্ষুক জানে, কৃষক জানে, শিক্ষার বাহন সেও জানে---

রক্ত মুখি স্বপ্ন বোনে জানে কাঙাল বিদ্বজন,

আঁজলা ভরে তুলে রাখছি আহত হৃদপিণ্ডের হাসি---

প্রথম প্রজন্ম বুঝিনি, দ্বিতীয় প্রজন্ম বাঁচে সংশয়ে---

এখন তৃতীয় প্রজন্ম বাঁচে প্রতিদিন গোপন সংঘাতে,

প্রতি শব্দ হৃদয়ে হৃদয় জোড়া উষ্ণ বলয়ে---

কুঁড়ি ফুলে শব্দে অক্ষরে।

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন