অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

আমার_ইচ্ছেরা



মৌসুমী রায় 
==========================
আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম
ইছামতীতে নৌকায় ভাসলাম,
জানি এসব আমায় মানায় না
একটা কথা টের পেলাম বৃষ্টিতে ভিজলে
কষ্ট টা আলাদা করে চেনাই যায়না।

খুব সখ ছিলো আমার কাঁচা ঘর হোতো
মাটির দাওয়ায় বাঁশের খুঁটি তে হেলান দিয়ে
কাছের মানুষের ফেরার অপেক্ষায়..
মেঘলা রাত নতুন সূর্যের আলো পেতো।

কোথায় আর স্বপ্ন সত্যি হয়
শহুরে ব্যালকনি তে বসে,কফির কাপ হাতে
মেঘলা দিনের সাথে বাস্তব কে
অনিচ্ছায় খাপ খাওয়াতেই...
জীবন ক্ষয়ে যায় ।



২টি মন্তব্য: