স্বপঞ্জয় চৌধুরী
===========
বৃষ্টি এই অশান্ত শহরের ধূলোকণা
কিছু ধুয়ে দাও তুমি,
ধুয়ে দাও অব্যক্ত সব দুঃখ জরা।
পাখিদের উৎসব হয় জানি
তোমার স্বাগত সম্ভারে
নির্মল বায়েুত দুলতে থাকুক কদম্বগুচ্ছ
হটপট কাঁধে নিয়ে ফেরা শ্যামলের
মাইনে হয়েছে আজ,
সে-ও একটু ভিজুক বৃষ্টিতে।
ব্যাঙ আর ব্যাঙাচির গোপন গল্প শেষে
এখানেও নেমে আসবে সন্ধ্যার অবসান।
হিমহিম প্রকৃতি যেন নামিয়ে এনেছে শীতের প্রহর
আজো তাই বৃষ্টি হলে মায়ের আঁচলের নিচে
ওম পেতে লুকিয়ে রই
যেনবা দুচোখ জুড়ে নেমে আসে স্বর্গের ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন