অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

আষাঢ় রাতে






  
বদরুদ্দোজা শেখু
==============================

আষাঢ় রাতে বৃষ্টি ঝরে ঝম্ ঝম্ ঝম্  মঝম্
একলা ঘরে ক্যামন্ যেন গা করছে ছমছম,
এমন ক্ষণে উথালপাথাল বুকের কদমতলা
কতো কিছুই বলবো তারে , হয়নি আজো বলা ,
গলার মধ্যে দলা পাকায় বিরহ-বিধুর গুঞ্জন
কাঁদছে কি কেউ আসমানে আজ  খুলে' অবগুন্ঠন ?
মন-পাখিটা তার বিহনে ভিজছে জবুথবু
অরণ্যদের কোণায় কোণায় নীড়হারা নীরবু  
কভু উন্মন কভু উদ্গ্রীব কভু আত্মকেন্দ্রিক,
দিকশূণ্য পাহাড়-পুরে মেঘদূতেরা ঝ্রিকঝ্রিক
উছলপারা ভাঙছে খাড়া  ঝর্নাধারার সৌতি --
আসবে বুঝি বন্যা এবার সর্বহারার ফৌতি
দুঃখদশার অস্থিমজ্জা ভাসবে বেঘর নিঃস্ব,
বাতায়নটা খুলে দেখছি ছমক-ব্যাদান দৃশ্য--
ঝড়-ঝাপ্টায় ঝাপসা বৃষ্টি সৃষ্টিমুখর পৃথ্বী,
কোথাও যেন জীর্ণ হলো হতাশ হৃদয়-বৃত্তি
পিত্তি-পড়া রোগীর মতো চৈতন্য কাঁদছে
ভেসে যাওয়া ফুলগুলোকে শব্দমালায় গাঁথছে
সাধছে সে আজ বেতসবনের ফিসফাস সৌজন্য
জবুথবু জৈবলতার পথহারা বিবর্ণ
আত্মকথা অসহায়তা বোধের ব্যাকুল আর্তি
প্রিয়তমার জন্য সে আজ কাঙাল প্রত্নমূর্তি,
এই রাত এই ঘোর বরষাত আস্ত বিরাত্রির পুর 
চারিয়ে দিচ্ছে মাড়িয়ে দিচ্ছে আমার অন্তঃপুর ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন