সুনন্দ মন্ডল
===========================
অন্যমন, উল্টোডাঙ্গা, কথাদের নীরবতা
চৌকাঠে শ্রাবণ, বৃষ্টির ছোঁয়া,
ভেদ্যতাবিহীন ঋতুর নিয়ম সংসার।
অবস্থান্তরে চার্বাক দর্শনের মতোই ফুটে
ওঠে
নির্ভরযোগ্য একটি শলাকা!
যেখানে শব্দকুঞ্জের গন্ধে ভরে ওঠে চাতাল।
এলোচুল, বিন্যস্ত আচ্ছাদন
শারীরিক চাতুরী, শ্রাবণের শাড়ি
মেয়ের লাবণ্যে জ্যোতিময় পরিবার।
ভাসমান নৌকা জলের ছলচাতুরী ভেঙে
নদীর জোয়ার কেটে বেরিয়ে যায়!
তেমনি এই কন্যার মুখের রেখায় প্রকৃতির
স্নিগ্ধতা।
বৃষ্টি মাখা শ্রাবণ মাসে শিবের ব্রত পালন
আর
বর্ষার কুণ্ডুলি পাকা জলের আবর্তে
তৈলচিত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন