অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

শ্রাবণ বৃষ্টি






অরুণ কুমার সরকার
 =========================
শ্রাবণের খোলা জানালায় তাকিয়ে দেখি তার
                                                            রূপ;
ক্লান্তি মুছে যায় বৃষ্টি ফোঁটায় 
সোঁদা মাটির গন্ধ ভেসে আসে
                                       নাকে;
কখনও বা উৎপুলকে ভিজিয়ে নেই গা।

আমাকে কাছে পেয়ে বৃষ্টি ফোঁটারা 
হতে থাকে ভারি;
টিনের চালে নেচে যায় ইচ্ছে 
                                    মতন
আমার দু'কানে তখন পাশ্চাত্যের সুর।

অসহায় পথিকের ছাতায় কখনও শুরু হয়
                                                ভৈরবী নৃত্য
আমার হৃদয়ের ময়ূর নৃত্য দেখে নেয় ক্লেদ মুছে ফেলা
সবুজ নরম পাতা।

ঘাসের আলজিভ জড়িয়ে বৃষ্টি ফোঁটা
কানে কানে বলে যায় কিছু
                         নতুন খবর;
আমার দু'চোখে কেবল বৃষ্টির নাচ
শ্রাবণ বৃষ্টি নামুক আমার মনের
                              উঠোন ফুঁড়ে
সবুজে ভরে থাক পৃথিবীর বুক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন