সূর্য মণ্ডল ===========
রাত্রির আগে কড়া নাড়াল দরজায় বৃষ্টি
ছেলেটি বলল যাচ্ছি যাচ্ছি
মেয়েটি বলল যাচ্ছি যাচ্ছি
দূর থেকে কাছে এলো মেল ট্রেনের শব্দ
ঝাঁপ নামানো চায়ের গুমটি
ছেলেটি শেষবারের মতো চুমু নিলো
মেয়েটি শেষবারের মতো চুলে কেটে দিল বিলি
মেল ট্রেনটি চারপোয়া দোষ ফেলে রেখে
ফিরে গেল আস্তাবলের দিকে....
কবিতাটি টানটান ও ঝরঝরে। ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন