সাহানুকা হাসান শিখা
========================
নীল আকাশে এঁকে দিলে,
কালো মেঘের আল্পনা।
আষাঢ় মাসে জন্ম তোমার,
হে বর্ষা কন্যা।
শুভক্ষণে আর শুভদিনে
গুরু গুরু মেঘের গর্জনে,
ঝরে বৃষ্টি আপন মনে,
বাতাস বহে শশশনে।
প্রকৃতির চোখে পরিয়ে কাজল
উড়িয়ে দিয়ে মেঘের আঁচল।
মাঠে ঘাটে শুধু বৃষ্টির জল,
অসহায় জনগন বন্যার কবল।
মেঘবালিকার সাথে তোমার চিরদিনের সন্ধি,
বৃষ্টি দিয়ে আমাদের করো গৃহ বন্ধি।
কদম ফুলে সাজো পুষ্পিতা,
রিনিঝিনি নাচো,নূপুর পরিহিতা।
নদী চলে তোমার হাত ধরে,
জলতরঙ্গে ছলছল করে।
ময়ূর নাচে পেখম তোলে,
মনের সুখে সব যায় ভুলে।
হাওরের বুকে পানসি দোলে
বৌ ঝিয়ারী নাইওর চলে।
অপরূপা এই বর্ষা কন্যা,
মেদিনীর বুকে চির অনন্যা।
চমৎকার লেখা। ভালোলাগা শুভেচছা রইলো
উত্তরমুছুন