অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

কথা



সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় ঘোষ
================================


অনেক,
অনেক কথা জমে আছে।
আজকাল আর মন খুলে সব কথা বলা হয় না।
আসলে মনটাই খুলে দেখা হয়না আর।
আকাঙ্ক্ষা আর বোধের উদাসীনতায় উত্তাল রক্তের পরমানু।
অভিজ্ঞতা আর তৃষ্ণার আন্দোলনে আভিজাত্যের অহংকারী ঈর্ষা,
আমাকে বাধ্য করে না মন খুলে দেখতে।
জমা হয়, না বলা অনেক কথা।

বৃষ্টির শহরেও পুড়ে মরে ঔজ্বল্য। 
পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে কখন যে তোমার কাছে পৌঁছে যাই, তা আমি নিজেও জানিনা।
শরীরের ত্বকে শীতল জলের দয়াদাক্ষিণ্যে অনিশ্চিত এক আনন্দ খেলা করে।  
ভালোও লাগে, 
তবে মুগ্ধতা আমাকে গ্রাস করেনা।
স্বচ্ছলতার মসৃণ মেদে অবসাদ আর ক্লান্তি এসে ভিড় করে।
বলা হয়না।
তখন আর কোনো কথায় বলা হয়না আমার।
কথা জমে জমে বুকের ভিতর পাহাড় হয়ে যায়। 
স্নায়ুর আন্দোলনে সেই পাহাড়ি পথে আর হাঁটা হয়না অরবিন্দ।।

1 টি মন্তব্য: