অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৃষ্টি মেঘের কেউ হয়





পরাগ ভট্টাচার্য্য
==================

মেঘ ,তুমি এসে গেছো, খবর পেয়েছি
নিজে তো কিছু বলবে না
একথা হারে হারে জানি
বৃষ্টিকে লিখেছ চিঠিতে, লুকিয়ে পড়েছি
আমিও তোমার অপেক্ষায় বসে, জানো
জানলে পরে, কেন এমন হবে
তুমি বৃষ্টির কথা ভাব, সবসময়
বৃষ্টিকে ছাড়া কোনদিন এসেছো? ওকেই শুধু চেনো;
তোমার বাড়ি, সেই পাহাড়ে, ঘুরতে গেছিলাম
মনে আছে! রাস্তায়, আশেপাশে শুধু তুমি
বৃষ্টি তখনও আসেনি, দূরের পাহাড়ে;
আকাশ জুড়ে রামধনু, তীর হয়েছিলাম। 
যেবার বৃষ্টি হারিয়ে গেল, খুঁজে খুঁজে সারা
ঝড়ের সাথে অনেক দূরে 
কোথায় জানি পথ সে ভুলে
ফিরলে পরে, চোখের জলে, মন যে পাগল পারা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন