=============
শিস ধ্বনিতে মাটির সুর,
প্রাকৃতীয়তা, কল্পনার প্রজ্ঞা সুর।
বেদুইন মন মাটির টানে ঘরে ফেরে,
বিদেশ বিভূঁই যেথায় থাকুক শেকড় কি যায়
ছিঁড়ে,
উদাস, বাউল গায় ভাটিয়ালি বা লোকগীতি
মাটির গান, শিউলির ঘ্রাণে আনন্দে জেগে ওঠে প্রকৃতি।
মনোবিনায় সুর তোলে ছন্দ লয় রাগ
বসুমতি ও অনন্তের যেনো রাগ অনুরাগ,
কল্পনার তুলি নিয়ে যখনই বসি আঁকতে
গোমড়ামুখো মেঘের দল ব্যস্ত তখন প্রকৃতির
মুখ ঢাকতে।
হৃদয় মাতে ভুলে বেদনা বিভূর
লেখিকার কল্পনায় সৃষ্টির ব্যঞ্জনায়
ভরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন