অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

উদভ্রান্ত







সুতপা পূততুন্ড

================

ঘুর পথে বাড়ি ফিরি প্রতিদিন, উদভ্রান্তের মতো!
সঙ্গীসাথীহীন।
মাতালেরো কেউ থাকে,
বোতল,গেলাস,পানীয়.....
ব্যক্তিগত দিন।
ধরে নাও, আমার কেউ নেই,
শুধু শুণ্যতার কাছে ঋণ।
প্রজাপতি এসে রেখে দিয়ে যায়
কত চিঠি রঙিন!
কাঙখিত প্রস্তাব আসে প্রতিদিন,
তারপর শুরু হবে ছোঁয়াছুয়ি খেলা।
স্নো,পাউডার,লিপস্টিকের প্রলেপ,
সেজে নিতে হবে এইবেলা......
বৃষ্টির ডানায় ভর করে,বিচূর্ণ মেঘ
যায় ভেসে,
একটা ডানা ঝাপটানো প্রজাপতি
হঠাৎ
উড়েএসেবসে!
দেখি বেদনাগুলো বেশ সাজিয়ে
রেখেছে,ওর পাখায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন