অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৃষ্টি






 ঋতুপর্ণা চ্যাটার্জি
===============

গোধূলি তখনো আকাশের বুক চিড়ে  
রঙমেলান্তি পাখিদের ভীড়ে আবীর ছড়ায়,  
তোর সাথে পায়ে পায়ে এগিয়ে চলা পথে তখন  
ভাবনার এলোমেলো আলোড়ন-  
হঠাৎ কোথা থেকে এল যেন  
একদল কালো মেঘে  
আর বৃষ্টির রূপসারী,  
তারপর ভিজে বাতাসের আলিঙ্গনে আমরা দুজন।  
তোর ঠোঁট ছুয়ে পড়া 
 বিন্দু বিন্দু জলস্পর্শ চোখের পাতায় লেগে থাকা 
উন্মাদনার দোলায় যেন 
শ্রাবণের রূপকথা,  
গলার সুরে মখমলী বর্ষাপ্রেম  
ভেজা চুলের পসরায় জলছন্দের কলতান। 
গাছের নীচে দুজনের ভিজে যাওয়া গল্পেরা কেবল  
অনাবিল আনন্দধারার উপাখ্যান লিখে চলে।  
সব ছাড়িয়ে, দুহাত বাড়িয়ে  
তুই ,আমি আর বৃষ্টির টুপটাপ  
মনের কোণায় চুপিচুপি লিখে চলে  
বর্ষামাখা কবিতার সংলাপ।।

৩টি মন্তব্য: