ঋতুপর্ণা চ্যাটার্জি
===============
গোধূলি তখনো আকাশের বুক চিড়ে
রঙমেলান্তি পাখিদের ভীড়ে আবীর ছড়ায়,
তোর সাথে পায়ে পায়ে এগিয়ে চলা পথে তখন
ভাবনার এলোমেলো আলোড়ন-
হঠাৎ কোথা থেকে এল যেন
একদল কালো মেঘে
আর বৃষ্টির রূপসারী,
তারপর ভিজে বাতাসের আলিঙ্গনে আমরা দুজন।
তোর ঠোঁট ছুয়ে পড়া
বিন্দু বিন্দু জলস্পর্শ চোখের পাতায় লেগে থাকা
উন্মাদনার দোলায় যেন
শ্রাবণের রূপকথা,
গলার সুরে মখমলী বর্ষাপ্রেম
ভেজা চুলের পসরায় জলছন্দের কলতান।
গাছের নীচে দুজনের ভিজে যাওয়া গল্পেরা কেবল
অনাবিল আনন্দধারার উপাখ্যান লিখে চলে।
সব ছাড়িয়ে, দুহাত বাড়িয়ে
তুই ,আমি আর বৃষ্টির টুপটাপ
মনের কোণায় চুপিচুপি লিখে চলে
বর্ষামাখা কবিতার সংলাপ।।
অনবদ্য সৃষ্টি। গভীর উপলব্ধির প্রকাশ।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনআকাশের বুক চিরে হবে চিড়ে নয়
উত্তরমুছুন