অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৃষ্টি ছোঁয়া




ভাস্বতী ব্যানার্জ্জী
==============
দিন রাত অঝোরে বৃষ্টি
বৃষ্টিরা বৃষ্টিকে জড়িয়ে ছিল ।
মাটি আর বুনো পাতায়
মিশে ছিল তোমার গন্ধ
শব্দরা আমায় কড়া নাড়ল
আমি ছুটে যাই ছাদে ।
                  বলি......
কোথায় থাকো ? বন্ধু হবে ?
থাকবে আমার কাছে ?
থাকতে যে চাই তোমার সাথে
সারা শরীর জুড়ে , তোমার অনুভবে।
                                 বললে
থাকবো আমি তোমার কাছে
ভালোবাসা পেলে .... ।

1 টি মন্তব্য: