ভাস্বতী ব্যানার্জ্জী
==============
দিন রাত অঝোরে বৃষ্টি
বৃষ্টিরা বৃষ্টিকে জড়িয়ে
ছিল ।
মাটি আর বুনো পাতায়
মিশে ছিল তোমার গন্ধ
শব্দরা আমায় কড়া নাড়ল
আমি ছুটে যাই ছাদে ।
বলি......
কোথায় থাকো ? বন্ধু হবে ?
থাকবে আমার কাছে ?
থাকতে যে চাই তোমার সাথে
সারা শরীর জুড়ে ,
তোমার অনুভবে।
বললে
থাকবো আমি তোমার কাছে
ভালোবাসা পেলে .... ।
চমৎকার লেখা। ভালোলাগা শুভেচছা রইলো
উত্তরমুছুন