মহামায়া
================
এই ভোরে বেলপাতার ঘ্রাণ আসছে
আর আমি দৌড়ে চলেছি সীমানাহীন
পরনের পোশাকটি বাঘছাল হয়ে গেছে
আর এই কলমটি ত্রিশূল দণ্ড।
সারা আকাশ জুড়ে ঘুমিয়ে আছে মহামায়া
আমি তার ঘুম ভাঙাচ্ছি….
আমার পুরুষগানে ত্রিভুবন জাগে
আমার সম্মোহন লিঙ্গ আরতির মালা পরে নেয়
একটি পুরুষতন্ত্র সৃষ্টির উৎস হয়ে ফেরে
সত্য সুন্দরের পাশে চিরন্তনী মাতৃহৃদয় মহামায়া ।
ফাগুন মাসের চাঁদ
==================
নিঝুম ভালবাসার পতাকা উড়িয়ে দিচ্ছি
মাটির বালিকারা দেখছে
ঝোপে ঝোপে কলমি ফুলেরা উঁকি দিচ্ছে
এসময় মৌসুমি বাতাসের গান টের পাচ্ছি
আমাদের স্বর্গে সূর্য ডুবছে
আমাদের ইতিহাস অন্ধকারে মুখ ঢাকছে
মাতৃভূমির পীঠস্থানে ছড়িয়ে পড়ছে আলোর ক্ষীর
পতাকা উড়িয়ে দিচ্ছি একা একা
ঝিঁঝিঁ পোকারা বাঁশি বাজাও আর্দ্র স্বরে
ফাগুন মাসের চাঁদ ফিরে আসুক মনের আকাশে
একটা মাছির মতো মনে হয়
====================
নিজেকে একটা মাছির মতো মনে হয়
নিজেরই ক্ষতের উপর বসে থাকি
আর সারাদিন ক্ষত চাটি
বিবর্ণ জন্মের ভেতর এক ঘৃণ্য বিশেষণ
ঘোরাফেরা করে
তবু আমি আমার ভেতরে এক পরমার্থ স্বাদ খুঁজি
বিস্মিত উড়ান খুঁজে খুঁজে বসে থাকি
অনুতাপ দগ্ধ এক প্রাণ
চারিপাশে কত বলাবলি
উপমা খুঁজে ফেরা লোক
পরিশীলিত আভিজাত্যের পাড়া
আমিই শুধু নীরব আত্মচোষ্য জীব
লক্ লক্ করে উঠি দুর্লভ নিভৃতে
ক্ষত খুঁড়ে খুঁড়ে তুলে আনি
শস্যহীন রক্তশূন্য মাঠ….
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন