অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

শিরোনামহীন


সুমন দিন্ডা

--------------------------

চারপাশে এত সম্পর্ক ঘিরে রেখেছে রাতদিন 

নিজেকে ক্যালকুলেটর করে তুলতে হয়,

হিসাব করে ফিরিয়ে দিতে হয় বাতাস

কিংবা বিন্দু বিন্দু জমা করতে হয় 

ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা অথবা অভিমান।

অবশ্য তুমি এসবের বাইরের কোনো সৌরজগত

নির্দিষ্ট কক্ষপথের চলা নয়

হিসেব করা দায়-দায়িত্ব একটুও নয়,

ধূমকেতুর মতো হঠাৎ এসে এলোমেলো করা

একটু সবুজ আনা রুক্ষ বালিয়াড়িতে।

 

এ সম্পর্কের নাম না থাকলেও 

এমন এক অবয়ব আছে যা 

কখনো কখনো ঈশ্বরেরও হিংসার কারন।

 

এজন্যই তুমি আর ঈশ্বর এখন প্রতিদ্বন্দ্বী। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন