অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

জল


সুরজিৎ পোদ্দার

===============

 আমি নিদ্রাহীন,
কেবল একফোঁটা জলের জন্য
আসমুদ্র-আকাশ ঘুরে এসে
নিশ্চল তোমার দরজায়
সবটুকু মেঘ গিলে গিলে আজ
তুমি পুঞ্জীভূত জলরাশি যেন
যেন অনন্ত দৌড় এই স্থির পলকটুকু
গিলে নিতে পার
নিতে পার সমস্ত প্রতিবিম্বকে অপার করে...
বহুদিনের নানা বয়ে চলার পর
শুধু নিজের পা দুটিকে নিজের বলে যখন
ফিরে এলাম
এলাম তো তোমারই কাছে
টলটলে-স্নিগ্ধ-নীল তোমার দরজায়
পেশি-ধমনী-হাড় বেয়ে যে হাজার রমণীয় ক্লান্তি
সবই যেন গল্পের মতো
ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের মতো - অক্ষরের মতো
এক অমোঘ মিলের অপেক্ষায়
অপেক্ষায় নিদ্রাহীন এ আবেশ যেন
আদতে এক নিদ্রা'র মতো
সুদীর্ঘ সময়ের সেই চিরকালীন পিতার মতো
যার নিশ্চুপ আলিঙ্গন
মৃত্যুসম শান্তির - সুস্থির - অন্তহীন যাত্রাপথ এক

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন