অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ত্র্যস্ত বেলাভূমি নিঃসঙ্গ সময়


সমরেন্দ্র বিশ্বাস
=========================================


ধূ ধূ করা বেলাভূমি নিঃসঙ্গ সময়

সফেদ পাখিরা কবে উড়ে চলে গেছে

বেলাভূমি জুড়ে লুকোনো পেরেক

জলে ভাসে রক্ত ছাপ!

দুচোখে জাহাজ স্বপ্ন  পুরানো মাস্তুল

সমুদ্র সন্ধানীরা পাখি হয়ে আসে!

আজ সমুদ্র সফরে ভয়

হা-হুতাশ বাতাসের শিসে কুটিভাঙ্গা মুঠি

উড়ে আসে শাসক সন্ত্রাস

বালিয়াড়ি জুড়ে যুবকের মাথা  বিবেকের শব।

জাহাজ জাহাজ স্বপ্ন চুরি করে

প্রতিশ্রুতিহীন মিউজিয়াম অর্থশালা প্রতিষ্ঠানগুলি

সরে সরে পড়ে  ভেঙ্গে যায় দেশের সময়

নীলতিমির চামড়ায় ঢাকা পড়ে জ্বলন্ত সফর কথা।

এ ভাবেই কেটে যায় অনেকটা দশক

ত্র্যস্ত বেলাভূমি  নিঃসঙ্গ সময়!

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন