অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

যোগ‍্যতা তুমি কার



গৌতম রায় 
=============


এতো বিপর্যয়ের পরেও হাতে কোদাল

আল কেটে শিরায় উপশিরায়

জল এনে দিতে চাই



তুমি যে মাথা কাটা পলাশ জঙ্গলের

বিথির মোরাম ধরে সুখ অর্জনের

ভাটা গড়তে চাও

ইটের পর ইট সাজিয়ে জাগাও পাঁজা

সেখানে অ্যাকাডেমিক সব শংসাগুলি

কুচি কুচি করে ছিঁড়ে

মাটিতে ছড়িয়ে দিয়েছি একদিন



এবার আহত ধড়ে দেবো শঙ্খব‍্যান্ডেজ

আর অলিন্দ সঞ্চিত জলভাণ্ডার থেকে দেবো সেচন

এর পরেও অপবাদ দেবে

আমি এ পৃথিবীতে যোগ্য নই ,

আমার বাঁচার নেই কোনো অধিকার ?



1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন