পাভেল আমান
======
চলছে হেঁটে ভারত মাতা
অকালে ঝরে গাছের পাতা।
বুকের কান্না রেখেছে চেপে
যাতনা গুলো মননে লেপে।
হিসেব খাতায় বন্দি হয়ে
সাধের জীবন যাচ্ছে ক্ষয়ে।
বেঁচে থাকার স্বপ্ন সাগর
নিমেষে যেন পৃষ্ঠ ডাগর।
রুটি-রুজির পেটের টানে
ভুলে গিয়েছি জীবন মানে।
সভ্যতা আজ ওদের ঘাড়ে
অভাব তবুও নিত্য বাড়ে।
মজুর হয়ে লড়াই জারি
আসুক যত ব্যাধির সারি।
গতর খেটে জীবন চলে
ভারত মাতার গড়া কলে।
কেউ ভাবেনা ওদের কথা
খোশমেজাজে সবাই যথা।
হেঁটে চলায় তাদের কর্ম
শ্রম জীবন তাদের ধর্ম।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন