অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সময়ের যাদুকরের কাছে আরজ


এ. কে. আজাদ

================

আজ নির্বাসনে পাঠাবো এই রোদ,

রোদের দেয়ালে লটকে থাকা বোধ।

 

দু:স্বপ্নের রাত শেষে রোজ যে সূর্য উদিত হয় জানালার কার্নিশে

তার প্রতাপে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস,

মাটি চাপা দেয়া দূর্বাঘাসের মতোন সময়ের পাথর চাপা দিয়ে সাদা করে দেয় সবুজ বিশ্বাস। 

 

এবার ছিটকে ফেলে দেবো বুকের উপরে জেঁকে বসা জগদ্দল পাথর।

হে সময়ের বংশীবাদক! এবার শোনাও তোমার জাগানিয়া সুর। 

মাথার উপরে গ্রহণ-লাগা সূর্যকে এবার সরিয়ে দাও, ছড়িয়ে দাও আলখেল্লার নীচে লুকানো তোমার  নূর।

বিচ্ছুরিত তোমার তাপে পালাতে বাধ্য হোক জুড়ে বসা সন্ত্রাসী মাছরাঙা,

বিষিয়ে ওঠা জলের ওপরে উঠে অন্তত: একটু খাবি খাক আবদ্ধ কাতলা মাছ। 

আর কিছু চাওয়া নেই হে সময়ের যাদুকর, এটুকুই, ব্যস্!

দ্রোহের অনলে পুড়ে যাক, কেটে যাক অন্ধকার,

ভোরের সফেদ আলোতে লেখা হোক নতুন দিনের অঙ্গীকার।

 

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন