বৈদূর্য্য সরকার
============
আমার বিরুদ্ধে থেকে গেছে নিস্পৃহতা অভিযোগ
সামাজিক ব্যবস্থায় থেকে যাচ্ছে দূরত্ব বিচার,
ঘরে বসে থাকা সহনীয় হয়ে গেছে
অকারণ বেকারত্ব চোখে লেগে আছে
থেকে গেছে নির্ঘুম দুপুর আর বিষন্ন আঁধার
বিকেলের মায়া আজকাল ছেড়ে গেছে আমাদের।
সন্ধে নামার সময় মনে হয় চরাচর জুড়ে
ধৈবত বাজছে আর আমি অসংলগ্ন রাস্তা হাঁটি
তারপর কোথা থেকে যেন ঝিঁঝিঁ ডাকে ক্রমাগত,
মানুষের কলরব থেমে এল বলে
নানারকম বিকট ধ্বনি ঘিরে ধরে আমাদের।
রাত থেকে গভীর রাত আরও গভীরতর আঁধারে
অনাবশ্যক ঝগড়া করি আমরা ফুঁপিয়ে কাঁদি,
ক্লান্তিহীন মন ঘুম ছাড়া কাজ নেই স্বপ্ন শেষ
ঘিরে ধরে ছায়া... হারিয়ে যাওয়া খেলা
সেসব দিন ফুরিয়ে গেছে, কৈশোরের যৌবনের
এখন সামনে পড়ে আছে
স্বার্থপর জীবনের বেরঙিন ছবি দেখাচ্ছে শাসক
নয়তো আগামী ভোটে কে দেবে সাহারা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন