রঞ্জন ভট্টাচার্য
====================================
মেঘ করেছে মেঘ করেছে স্বপ্ন মাখা দিন । এমন দিনে ঝমঝমিয়ে বৃস্টি মেখে নিন । আকাশ জুরে মেঘ করেছে দৃষ্টি এলোমেলো । ছোট্টবেলায় হারিয়ে যাওয়া বন্ধু এসে গেলো । তোমার বাড়ির মেঘগুলো সব আমার বাড়ি এসো । ধাইধপাধপ নাচতে নাচতে আমায় ভালোবেসো। তোমার গলায় মেঘমল্লার সাদা মেঘের ভেলা । আমার বুকে বিসমিল্লার ভাঙা দিনের ঢেলা । মেঘের সাথে ছুট দিয়েছে সংখ্যালঘু জান । একটা বন্ধু দুইটা বন্ধু ধনুক টান টান । আবার দেখি মেঘের দিনে বন্ধু সদলবলে । কমলবাবু জেগে আছেন জঙ্গলে জঙ্গলে । গাছের পাতায় মেঘ জমেছে মনের মাঝে মন । ঝোপের মধ্যে ব্যাঙের বুকেও হাল্কা আস্ফালন । মেঘ করেছে মেঘ করেছে আর কিছু দিন বাকি । আর কিছু দিন পরেই বলব মেঘের সাথেই থাকি । মেঘের সাথে থাকতে থাকতে আমিও মেঘ হবো । মেঘলা মনে ডাকতে পারো হাজির হয়ে যাবো । বৃষ্টি হয়ে পরবো ঝরে নাচবো তাধিনধিন। মিটিয়ে দেবো যত আছে এজীবনের ঋণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন