অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সিরিয়া : যুদ্ধবিরতির গান


অভিষেক ঘোষ

==============

 বিস্ফোরণের শব্দে কাঁদে সদ্যোজাত,

তোমরা কেবল কথায় কথায় যুদ্ধে মাতো !

 

শ্মশান বানাও শহর আমার !

বুকের উপর মস্ত পাহাড়,

ধ্বংসস্তূপের ধুলোয় ওড়ে প্রিয়ার কাফন,

সাধ্য মতো শব চিনে নেয় মৃতের স্বজন !

বাইরে তখন বোমারু বিমান, দেদার হানা

তাই বলে কি থামবে বিয়ে, নাচা-গানা !

 

বালির বস্তা বাঁচিয়ে রাখে বাঁচার আশা,

কারণ ক্রমান্বয়ে বোমার আঘাত সর্বনাশা ।

খেলতে খেলতে ছুটল মাঠে ছোট্ট যারা,

পিছন ফিরে দেখল ধেয়ে আসছে কারা !

অ্যাসল্ট রাইফেল ও তীব্র শত মর্টার শেলে,

রাজপথে দু-দিন না শুকোনো রক্ত মেলে ।

 

আমরা যে গাছ পুঁতেছিলাম বাড়বে বলে,

শহর ছাড়ার সময় সে গাছ নিয়েছি তুলে ।

আত্মসমর্পণের পরিবর্তে স্বাধীনতা !

বাঁচলে প্রাণ তবে তো মুখে ফুটবে কথা ।

কিন্তু এতো মৃত্যু এতো আত্মবলিদান,

সব কি তবে ব্যর্থ হবে ? বৃথা রক্তস্নান ?

 

দুঃখ যেটুক ভুলতে পারি -

শিশুর মুখে হাসির বানে ;

ফিরে আমরা আসতে পারি,

বুকের গোপন কান্না জানে 

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন