রুমা ঢ্যাং অধিকারী
==============
মৃত্যুযাত্রার পাশে এতগুলো আগুনগ্রন্থি গচ্ছিত...
বাসস্টপে কোন রেডার নেই
অথচ রাজবাগে কাশবন জেগে ওঠার দিনেও
খুঁজে পাই রুদ্রাক্ষহীন গলা
ঘনিয়ে ওঠা মেঘের ভার কুলির মত একা। কিছুটা বাঁকাও
আজকের ক্ষণজীবী মানুষ যেন ক্ষণিক হতেই বাহিত হয়েছিল
তাই ডেরার সামনে এত শঙ্কাকুল, স্তম্ভিত
জহ্লাদ গিলে নিচ্ছে চাঁদ
উবাচের ছোঁয়ায় ক্রমশ সংক্রমিত হয়ে চলেছি
তার পাঠোদ্ধারে নেমে তর্জনী এখন বল হাঁকছে
ছক্কায় বাজছে বোমার ডমরু
এখান থেকেই মনে হয় অগস্ত্যযাত্রা শুরু
মুহূর্তগুলো নিমেষে মিথের কারিগর
কেবল বিনিদ্র আমাকে হতাশ করে
আর পায়ের ছাপের অপভ্রংশে দৃষ্টির খেসারত দিতে দিতে
অসাড় সন্ধে জড়িবুটি চায়
রুমদি ইউ আর গ্রেট
উত্তরমুছুন