অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

প্রতিকূল পৃথিবী



খোদেজা মাহবুব আরা

=================

সুবর্ন রেখার ওপারে আকাশ নীলিমায় তোমার প্রথম স্নিগ্ধ স্পর্শের শিহরণ বাতাসের ভাজে আজও শরীর মেলে দেয় , আমাকে করে তোলে উম্মন অধীর নিশি কাব্যের প্রবাহ চেতনায়,

হৃদয় থেকে প্রবাহিত কলরবের সবটুকু প্রেমার্তিতে বন্ধী

সমস্ত অনুভব।

অদৃশ্য প্রেমের বন্ধনে প্রকাশহীন তৃষ্ণার্ত চাদরে ঢাকা আয়ুস্কাল, আর ছুঁয়ে দিতে পারিনা তোমার বলিষ্ট বাহুর

অস্পষ্ট চিত্রাবলী।

তবু হৃদয়ে ডুব দিয়ে দেখি তুমি ছুঁয়ে আছ আমার হৃদয় প্রান্তরের সবটুকু সবুজ সুষমা, অর্ধচেতনার নিশীথ শীতল প্রলেপে কত কথা বলে যাই, তৃষ্ণার্ত জীবন ঘিরে সব আছে, তবু আমার আকাশে চাঁদ ডুবে যায়, অস্পষ্ট দৃশ্যে তারারা খসে পড়ে, এ কেমন বাস্তব প্রতিকূল পৃথিবী।

 

 

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন