বন্যা ব্যানার্জী
============
অগোছালো হয়ে আছে ঘর বাড়ি
সুয্যি রাখতে পারেনি অরন্ধন
ধূলো জমা উঠোনে বিকেলের আলো
চশমার কাঁচে ঢাকা চোখের কোণ।
ফাটল ঢেকেছে ক্ষত সাহসী সে বট
ভাঙতে ভাঙতে গেছে কত চেনা ছবি
এখানেই কিশোরীর ভিরু কাঁপা ঠোঁট
এখানেই কেউ হয়ে উঠেছিল কবি।
একা একা বয়ে চলে সময়ের স্রোত
জীবনের গতি জানে নতুনের নাম
বুকের ভেতরে নিয়ে ভাঙনের গান
মন মাঝি গেয়ে চলে চিলেকোঠা গান।।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন