অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মা ও বিজয় দিবস


তাজিমুর রহমান

=============

দরজায় দাঁড়িয়ে রয়েছেন মা। মায়ের ওপারে

অপেক্ষায় শবগানের স্বরলিপি

মাঝখানে অসফল আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ

সামলে নেবো সাধ্যি কোথায়!

জানি দীর্ঘ পথের ধারে ওত পেতে রয়েছে

সূর্যাস্তের মতো প্রহর ও প্রলয়

অথচ মা চিৎকার করে উঠলে আজো

সমস্ত অরণ্যানী জানু পেতে অভিবাদন জানায়

 

এখন বৈশাখী। ছুটে চলা বাতাসের গায়ে গায়ে 

ঐতিহাসিক ভাইরাসের প্রতিবেদন ;

মৃত্যুর প্রবহমান স্রোত থেকে শুরু হবে শুভেচ্ছা সফর

এমন সন্দর্ভে কোন চরিত্র অপরিহার্য নয়

বৃক্ষ তা জানে বলে মায়ের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর

অকপট স্বীকারোক্তির সঙ্গে তার কোন সন্ধিপ্রস্তাব নেই

 

একটা অনলস পর্যটন ক্রমে ক্রমে ছাড়িয়ে যায় পথ!

দিকশূন্যহীন সে পথের প্রকৃত কোন ধর্ম নেই বলে

পরিযায়ীর মতো হারিয়ে যায় জীবনের সংখ্যা

ইতিহাসের পাতায় এর কোন লিপিরূপ থাকবে না জেনে

বৃদ্ধ আইনস্টাইন জোড় হাতে ক্ষমা ভিক্ষা নিয়ে

পার হয়ে যায় সদরের চৌকাঠ আর

সমস্ত বিজয় দিবস তখন তুচ্ছতার গ্লানি মেখে

মলিনতা ছড়ায়

শুধু নির্নিমেষ দৃষ্টি নিয়ে অপেক্ষায় থাকেন একা মা

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন