শ্যামশ্রী রায় কর্মকার
===============
মেয়েরা একাকী হলে পরি হয়ে যায়,
নীলাভ চাঁদের জলে ডুবে থাকে কয়েক প্রহর
পদ্মকোষ ফুটে ওঠে গোপন গহ্বরে
তারা অসীমে ভাসিয়ে দেয় রূপোর কঞ্চুক
পুরুষ ও দেবতারা একযোগে সাঁকো হয়ে থাকে
পরিরা সাঁকোটি বেয়ে ফিরে যায়, কে জানে কোথায়
মানুষের গ্রামে গ্রামে হয়তো বা নিজেদের ছায়া হয়ে থাকে
এসব মায়াবী রূপটান
খসে যায় নিভৃত শয়নে
আমি সেই ছায়াটি খুঁজি না
আমার পরিরা সব হাজির-জবাব, বেপরোয়া
ব্যথাকে ইন্ধন করে জেদের উনুন জ্বেলে রাখে
সুন্দর লেখা। কবিকে শুভেচ্ছা।
উত্তরমুছুনভালো লাগলো!
উত্তরমুছুনপ্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন