গৌতম দন্ডপাট
==========
তার থামবার কোন পথ নেই,
কোষান্তর ঘটে দেহের,
সে তো অবিরাম ঘটবেই।
আলো আঁধার ঘনায়
দিক চতুর্দিক।
ক্যালেন্ডারের পাতায়
পার হয় তারিখ।
তবু প্রত্যাশা থেকে যায়
প্রতীষ্ঠার প্রতীক্ষায়।
আর স্বপ্নের বাষ্প গুলো
হৃদয় আকাশে মেঘ জমায়।
অবসাদের মরুতে ঝলসায় চারিদিক,
আমি মহামারী পৃথিবীর পথিক,
আমার তৃষ্ণার্ত কন্ঠ শুষ্কতর হয়,
আমি মহামারী পৃথিবীর পথিক, এই আমার পরিচয়।।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন