অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

অবসাদ


দীপঙ্কর সরকার

=========

 

নিকষ রাত্রির মতো মেঘ জমে থাকে হাওয়া ফের

ওডা়য় তাহাকে ,উত্তর থেকে ভাসে মেঘ সুদূর দক্ষিণে

মাঝপথে বৃষ্টি ঝরে কিছু অনাসৃষ্টির এই খেলা ঘটে

দেখি মনুষ্য জীবনে ।অবসাদে যায় বেলা দুফোঁটা  

 অশ্রু ঝরে গোপনে তাহার ।কেহ তার পায় না হদিস

গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকে শরীরে শরীর ।একে

অপরের সাথে ভাব বিনিময় হয় বটে ঠোঁটে যতটা

শুষ্ক হাসি হৃদয়ে অমানিশা শুয়ে থাকে তাহার অধিক

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন